মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১০০
১. প্রথম অনুচ্ছেদ - (বিবাহের প্রস্থাবিত) পাত্রী দেখা ও সতর (পর্দা) প্রসঙ্গে
৩১০০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: এক পুরুষ যেন অপর পুরুষের আবরণীয় অঙ্গের প্রতি নজর না করে। এইরূপে নারীও যেন অপর নারীর আবরণীয় অঙ্গের প্রতি নজর না করে এবং এক পুরুষ যেন অন্য পুরুষের সাথে এক লেপের নীচে না শোয়। এরূপ এক নারীও যেন অপর নারীর সাথে এক লেপের নীচে না শোয়। —মুসলিম
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ وَلَا الْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ وَلَا يُفْضِي الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِي ثَوْبٍ وَاحِدٍ وَلَا تُفْضِي الْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِي ثوب وَاحِد» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
পুরুষের আবরণীয় অঙ্গ বা আওরত হইল নাভি হইতে হাঁটু পর্যন্ত স্থান। নারীর পক্ষে নারীর আবরণীয় অঙ্গ বা আওরতও হইল ইহাই। কিন্তু পরপুরুষের পক্ষে নারীর আবরণীয় অঙ্গ সর্বশরীর, কেবল মুখমণ্ডল, হাতের কব্জি ও পায়ের পাতা ব্যতীত।
