মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৯২
দ্বিতীয় অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৯২। তাবে' তাবেয়ী আব্দুর রহমান ইবনে সালেম ইবনে উতায়বা ইবনে উয়াইম ইবনে সায়েদা আনসারী তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা কুমারীদের বিবাহ করিবে। কেননা, তাহাদের মুখ বেশী মিষ্ট, তাহাদের গর্ভাশয় অধিক গর্ভধারিণী এবং তাহারা অল্পেতে সন্তুষ্ট থাকে। —ইবনে মাজাহ্ মুরসালরূপে বর্ণনা করিয়াছেন।
وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَالِمِ بْنِ عُتْبَةَ بْنِ عُوَيْمِ بْنِ سَاعِدَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِالْأَبْكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ أَفْوَاهًا وَأَنْتَقُ أَرْحَامًا وَأَرْضَى بِالْيَسِيرِ» . رَوَاهُ ابْنُ مَاجَه مُرْسلا
