মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩০৮৪
প্রথম অনুচ্ছেদঃ বিবাহের নীতি ও বিবিধ বিষয়
৩০৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ উটে চড়ে এমন (অর্থাৎ, আরবের নারীদের মধ্যে উত্তম নারী হইল কোরাইশী নারী। তাহারা সন্তানদের প্রতি হয় বড় স্নেহশীল সন্তানদের ছোটকালে ; স্বামীর মালের প্রতি হয় রক্ষীকা যাহা যাহা তাহাদের হাতে থাকে। মোত্তাঃ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ نسَاء ركبن الْإِبِل صَالح نسَاء قُرَيْش أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ»
