মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৭৬
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
২০. তৃতীয় অনুচ্ছেদ - ওয়াসিয়্যাত (অন্তিম উপদেশ বা নির্দেশ)
৩০৭৬। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ওছিয়ত করিয়া মরিয়াছে সে সত্য পথ ও ঠিক প্রথার উপর মরিয়াছে, মুত্তাকী ও শহীদরূপে মরিয়াছে এবং আল্লাহর ক্ষমা প্রাপ্ত হইয়া মরিয়াছে। — ইবনে মাজাহ্
كتاب الفرائض والوصايا
الْفَصْل الثَّالِث
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ عَلَى وَصِيَّةٍ مَاتَ عَلَى سَبِيلٍ وَسُنَّةٍ وَمَاتَ عَلَى تُقًى وَشَهَادَةٍ وَمَاتَ مَغْفُورًا لَهُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান