মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৬৫
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, এক ব্যক্তি মারা গেল এবং তাহার আযাদ করা একটি গোলাম ব্যতীত কাহাকেও উত্তরাধিকারী রাখিয়া গেল না। নবী করীম (ﷺ) জিজ্ঞাসা করিলেন, তাহার কি কেহ আছে? লোকেরা বলিল, তাহার আযাদ করা একটি গোলাম ছাড়া কেহই নাই। তখন নবী করীম (ﷺ) তাহার উত্তরাধিকার তাহাকে দিলেন। – আবু দাউদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب الفرائض والوصايا
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا مَاتَ وَلَمْ يَدَعْ وَارِثًا إِلَّا غُلَامًا كَانَ أَعْتَقَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ لَهُ أَحَدٌ؟» قَالُوا: لَا إِلَّا غُلَامٌ لَهُ كَانَ أَعْتَقَهُ فَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِيرَاثَهُ لَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এই হাদীস অনুসারে কাযী শুরাইহ্ ও তাউস (রঃ) বলেন, গোলাম তাহার আযাদকারীর ওয়ারিস হয়, যেমন আযাদকারী গোলামের ওয়ারিস হয়। জমহুরে ওলামা বলেন, গোলাম ওয়ারিস হয় না। এখানে হুযূর (ﷺ) উহা বায়তুল মালের জন্য গ্রহণ করিয়া সরকারী প্রতিনিধি হিসাবে পরে তাহাকে দিয়াছিলেন।