মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৬০
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৬০। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, হুযুর! আমার পৌত্র মারা গিয়াছে, আমার জন্য তাহার মীরাসের কি রহিয়াছে? তিনি বলিলেনঃ তোমার জন্য এক-ষষ্ঠাংশ রহিয়াছে। সে যখন চলিল, তাহাকে ডাকিয়া বলিলেন, তোমার জন্য আরেক ষষ্ঠাংশ রহিয়াছে। সে যখন চলিল, আবার ডাকিয়া বলিলেন, দ্বিতীয় ষষ্ঠাংশ তুমি নেয়ামতরূপে পাইলে। —আহমদ, তিরমিযী ও আবু দাউদ। তিরমিযী বলেন, ইহা হাসান সহীহ্ ।
كتاب الفرائض والوصايا
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِن ابْنِي مَاتَ فَمَا لِي مِنْ مِيرَاثِهِ؟ قَالَ: «لَكَ السُّدُسُ» فَلَمَّا وَلَّى دَعَاهُ قَالَ: «لَكَ سُدُسٌ آخَرُ» فَلَمَّا وَلَّى دَعَاهُ قَالَ: «إِنَّ السُّدُسَ الْآخَرَ طُعْمَةٌ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
হাদীসের ব্যাখ্যা:
মৃত ব্যক্তির দুই কন্যা এবং দাদা ছিল। কন্যারা দুই-তৃতীয়াংশ পাইবে এবং দাদা এক-ষষ্ঠাংশ যবিল ফরূযরূপে পাইবে এবং বাকী ষষ্ঠাংশ আসাবারূপে; এই শেষটাকেই হুযূর (ﷺ) নেয়ামতরূপে বলিলেন। কেননা, যবিল ফরয বেশী থাকিলে দাদা ইহা পাইত না।