মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৫৭
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৭। হযরত আলী (রাঃ) বলেন, (মৃতের তরকা বণ্টন সম্পর্কে) তোমরা এই আয়াত পড়িয়া থাকঃ “(তরকা ওয়ারিসদের মধ্যে বণ্টিত হইবে) তোমরা যে ওছিয়ত কর সে ওছিয়ত ও ঋণ আদায়ের পর।” (সূরা নেসা) অথচ রাসূলুল্লাহ্ (ﷺ) ঋণ আদায়ের হুকুম দিয়াছেন ওছিয়তের পূর্বে (যদিও আয়াতে ঋণের উল্লেখ পরে রহিয়াছে)। তিনি আরও হুকুম দিয়াছেন, সহোদর ভাই বোন ওয়ারিস হইবে, সৎ ভাই বোন নহে। (অর্থাৎ,) ভাই ওয়ারিস হয় এক বাপ ও এক মায়ের ভাইয়ের, এক বাপের (ও ভিন্ন মায়ের) ভাইয়ের নহে। —তিরমিযী ও ইবনে মাজাহ্। কিন্তু দারেমীর বর্ণনায় রহিয়াছে, সহোদর ভাইরা ওয়ারিস হইবে, সৎ ভাইরা নহে।
كتاب الفرائض والوصايا
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّكُمْ تقرؤون هَذِهِ الْآيَةَ: (مِنْ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَا أَو دين)

وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالدّينِ قبل الْوَصِيَّةِ وَأَنَّ أَعْيَانَ بَنِي الْأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلَّاتِ الرَّجُلُ يَرِثُ أَخَاهُ لِأَبِيهِ وَأُمِّهِ دُونَ أَخِيهِ لِأَبِيهِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةِ الدَّارِمِيِّ: قَالَ: «الْإِخْوَةُ مِنَ الْأُمِّ يَتَوَارَثُونَ دُونَ بَنِي الْعَلَّاتِ. . .» إِلَى آخِره

হাদীসের ব্যাখ্যা:

কার্যত ওছিয়ত পরে পূর্ণ করা হইলেও কোরআনে ওছিয়তের উল্লেখ পূর্বে করা হইয়াছে উহার প্রতি গুরুত্ব আরোপের জন্য। কেননা, মানুষ সহজে ওছিয়ত করিতে চাহে না বা মৌরুসেরা ওছিয়ত পূর্ণ করিতে চাহে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান