মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
হাদীস নং: ৩০৫৫
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৫। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এক মুক্ত গোলাম মারা গেল এবং কিছু মীরাস রাখিয়া গেল, কিন্তু কোন আত্মীয় বা সন্তান রাখিয়া গেল না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তাহার মীরাস তাহার গ্রামবাসীদের কোন ব্যক্তিকে দাও। – আবু দাউদ ও তিরমিযী
كتاب الفرائض والوصايا
وَعَنْ عَائِشَةَ: أَنَّ مَوْلًى لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَاتَ وَتَرَكَ شَيْئًا وَلَمْ يَدَعْ حَمِيمًا وَلَا وَلَدًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطُوا مِيرَاثَهُ رَجُلًا مِنْ أَهْلِ قَرْيَتِهِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ
হাদীসের ব্যাখ্যা:
নবীগণ কাহারও ওয়ারিস হন না এবং কাহারও জন্য মীরাসও রাখিয়া যান না। তাঁহারা যাহা রাখিয়া যান তাহা বায়তুল মালের হয়। এখানে হুযূর গোলামের মাল বায়তুল মালের পক্ষে গ্রহণ করিয়া উহা হইতে দানরূপে তাহার কোন গ্রামবাসীকে দিতে বলিলেন। — মীরাসরূপে নহে।