মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৩- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়

হাদীস নং: ৩০৫৩
- উত্তরাধিকার সম্পত্তি ও ওয়াসিয়্যাত অধ্যায়
১৯. দ্বিতীয় অনুচ্ছেদ - ফারায়িয (মৃত ব্যক্তির সম্পত্তি বণ্টন সম্বন্ধীয়) ও অন্তিম উপদেশ বা আদেশ)
৩০৫৩। হযরত ওয়াসেলা ইবনে আসকা' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ স্ত্রীলোক তিনটি মীরাস সম্পূর্ণ লাভ করে—তাহার মুক্ত ক্রীতদাসের মীরাস, তাহার পড়িয়া পাওয়া সন্তানের মীরাস এবং যে সন্তান সম্পর্কে তাহার মীরাস। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ সে 'লেআন' করিয়াছে
তাহার মীরাস। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الفرائض والوصايا
وَعَن وائلة بْنِ الْأَسْقَعِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَحُوزُ الْمَرْأَةُ ثَلَاثَ مَوَارِيثَ عَتِيقَهَا وَلَقِيطَهَا وَوَلَدَهَا الَّذِي لَاعَنَتْ عَنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

'তাহার মুক্ত ক্রীতদাস'—অর্থাৎ, সে যে ক্রীতদাসকে মুক্ত করিয়াছে তাহার ওয়ারিস না থাকিলে ইনি তাহার ওয়ারিস হইবেন। 'পড়িয়া পাওয়া' – অর্থাৎ, কোথাও পড়িয়া পাওয়া যে সন্তানকে সে পালিয়াছে তাহার মীরাস পাইবে। ইসহাক ইবনে রাহওয়াইর ইহাই মত। কিন্তু ওলামা সাধারণের মতে সে তাহার মীরাস পাইবে না। তাঁহাদের মতের সমর্থনে অন্য হাদীস রহিয়াছে। 'লেআন'—স্বামী স্ত্রীকে যেনার অপবাদ দেওয়ার পর সাক্ষীর অভাবে স্বামী নিজেকে সত্যবাদী এবং স্ত্রী তাহাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য কোরআনের নির্দেশিত নিয়মে যে কসম করা হয়, তাহাকেই 'লেআন' বলে। 'লেআন' করার পর স্বামী আর এ সন্তানের মীরাস পায় না। এবং সন্তানও তাহার মীরাস পায় না। কিন্তু সন্তানের মা তাহার মীরাস পায়। এখানে এ কথাই বলা হইয়াছে। মুহাদ্দেসীনের মতে হাদীসটি প্রমাণিত নহে। লেআনের পূর্ণ বিবরণ পরে আসিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান