মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৩০২৯
১৭. দ্বিতীয় অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০২৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তিন জিনিস ফিরাইয়া দেওয়া যায় না, বসিবার গদি, তৈল ও দুধ। —তিরমিযী তিরমিযী বলেন, এই হাদীস গরীব। কেহ বলিয়াছেন, তৈল অর্থে এখানে খোশবুকেই বুঝাইয়াছে।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثٌ لَا تُرَدُّ الْوَسَائِدُ وَالدُّهْنُ وَاللَّبَنُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ قِيلَ: أَرَادَ بالدهن الطّيب

হাদীসের ব্যাখ্যা:

মনে হয় তৎকালে আরবে মেহমানের সম্মানের জন্য সাধারণত এসকল জিনিস পেশ করা হইত। যেমন, এ কালে আমাদের দেশে চেয়ার, চা, পান বা সিগারেট পেশ করা হয়। ইহাতে কৃতজ্ঞতা প্রকাশের তেমন আবশ্যক করে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান