মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০১৬
১৭. প্রথম অনুচ্ছেদ - হাদিয়া (উপহার) ও হিবার (অনুদান) প্রসঙ্গে
৩০১৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যাহাকে সুগন্ধি দান করা হয় সে যেন উহা ফিরাইয়া না দেয়। কেননা, ইহা হাল্কা বোঝা, অথচ সুগন্ধযুক্ত। —মুসলিম
بَابٌ فِى الْهِبَةِ وَالْهَدِيَّةِ: الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلَا يَرُدُّهُ فَإِنَّهُ خَفِيفُ الْمَحْمَلِ طَيِّبُ الرّيح» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
'হালকা বোঝা' – অর্থাৎ, সামান্য জিনিস, কৃতজ্ঞতা প্রকাশের বোঝা কম।
