মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ৩০০৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১৬. প্রথম অনুচ্ছেদ - দানসমূহ
৩০০৯। হযরত আবু হুরায়রা (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, তিনি বলিয়াছেন: ওমরা বা জীবনস্বত্ব দান জায়েয। — মোত্তাঃ
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعُمْرَى جَائِزَةٌ»
হাদীসের ব্যাখ্যা:
‘ওমরা' বা জীবনস্বত্ব দান তিন প্রকারে হইতে পারে – (১) দাতা বলিল, ইহা তোমার জীবনকালের জন্য দিলাম। তোমার পর ইহা তোমার উত্তরাধিকারীগণ পাইবে। ইহা বেলা খেলাফ জায়েয বা শুদ্ধ। (২) দাতা বলিল, ইহা তোমার জীবনকালের জন্য দিলাম। আর কিছুই বলিল না। এই প্রকারেও প্রথম প্রকারের ন্যায় গ্রহীতাই উহার মালিক এবং তাহার উত্তরাধি কারীরাই উহা উত্তরাধিকারীরূপে পাইবে। (৩) দাতা বলিল, ইহা তোমার জীবনকালের জন্য দিলাম। তোমার পর ইহা আমার বা আমার উত্তরাধিকারীরাই পাইবে। ইহাতেও গ্রহীতাই ইহার মালিক হইয়া যাইবে এবং তাহার পর তাহার উত্তরাধিকারীগণই মালিক হইয়া যাইবে। মোটকথা, ওমরা বা জীবন-স্বত্ব দেওয়ার পর দাতা আর উহার মালিক থাকে না। গ্রহীতাই উহার মালিক হইয়া যায়, যে প্রকারেই উহা দেওয়া হউক না কেন। ইহাই হানাফী ও শাফেয়ী মাযহাব। সামনের হাদীস ইঁহাদের দলীল। পক্ষান্তরে মালেকী মাযহাব হইল, মালিকানা দাতারই থাকিবে, গ্রহীতা শুধু ফায়দাই ভোগ করিবে।