মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯২৮
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. তৃতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯২৮। হযরত সা'দ ইবনে আতওয়াল বলেন, আমার ভ্রাতার মৃত্যু হইল, তিনি তিন শত দীনার (স্বর্ণ-মুদ্রা) রাখিয়া গেলেন এবং নাবালক সন্তান রাখিয়া গেলেন। আমার ইচ্ছা হইল —তাহার দীনারগুলি তাঁহার শিশুদের জন্য ব্যয় করিব। রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিলেন, তোমার ভ্রাতা ঋণের দায়ে আব্দ্ধ রহিয়াছে; তাহার ঋণ পরিশোধ কর। তিনি বলেন, সেমতে আমি যাইয়া ঋণ পরিশোধ করিলাম এবং পুনঃ আসিয়া বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। সব ঋণই পরিশোধ করিয়াছি; শুধুমাত্র একজন মহিলা অবশিষ্ট রহিয়াছে। সে দুই দীনার পাওয়ার দাবী করে, কিন্তু তাহার কোন সাক্ষী নাই। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তাহাকেও দিয়া দাও, সে সত্যবাদিনী। – আহমদ
كتاب البيوع
وَعَن سعد بن الأطول قَالَ: مَاتَ أَخِي وَتَرَكَ ثَلَاثَمِائَةِ دِينَارٍ وَتَرَكَ وَلَدًا صِغَارًا فَأَرَدْتُ أَنْ أُنْفِقَ عَلَيْهِمْ فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن أخلك مَحْبُوسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ» . قَالَ: فَذَهَبْتُ فَقَضَيْتُ عَنهُ وَلم تبْق إِلَّا امْرَأَةٌ تَدَّعِي دِينَارَيْنِ وَلَيْسَتْ لَهَا بَيِّنَةٌ قَالَ: «أعْطهَا فَإِنَّهَا صَدَقَة» . رَوَاهُ أَحْمد