মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯১৯
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯১৯। হযরত শারীদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সক্ষম ব্যক্তি (ঋণ পরিশোধে) টালবাহানা করিলে তাহাকে লজ্জিত করা এবং শাস্তি প্রদান করা জায়েয হয়।
আব্দুল্লাহ্ ইবনে মোবারক (রঃ) বলিয়াছেন, লজ্জিত করা অর্থ, তাহার প্রতি কঠোর বাক্য প্রয়োগ করা; আর শাস্তি প্রদান করা অর্থ (আইনের মাধ্যমে) তাহাকে হাজতে রাখা। —আবু দাউদ ও নাসায়ী
আব্দুল্লাহ্ ইবনে মোবারক (রঃ) বলিয়াছেন, লজ্জিত করা অর্থ, তাহার প্রতি কঠোর বাক্য প্রয়োগ করা; আর শাস্তি প্রদান করা অর্থ (আইনের মাধ্যমে) তাহাকে হাজতে রাখা। —আবু দাউদ ও নাসায়ী
كتاب البيوع
وَعَنِ الشَّرِيدِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيُّ الْوَاجِدِ يُحِلُّ عِرْضَهُ وَعُقُوبَتَهُ» قَالَ ابْنُ الْمُبَارَكِ: يُحِلُّ عِرْضَهُ: يُغَلَّظُ لَهُ. وَعُقُوبَتَهُ: يُحْبَسُ لَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ