মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৯১৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. দ্বিতীয় অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯১৪। হযরত আবু খালদা যোরাকী (রাঃ) বলেন, একদা আমরা আমাদের এক সঙ্গী ব্যক্তি, যে নিতান্তই নিঃস্ব সাব্যস্ত হইয়াছিল (এবং তাহার নিকট অপর ব্যক্তির একটি জিনিস রক্ষিত ছিল—) তাহার সম্পর্কে (মাসআলা জানিবার জন্য) হযরত আবু হুরায়রা (রাঃ)-এর নিকট গমন করিলাম। তিনি বলিলেন, এই জাতীয় ব্যাপারে রাসূলুল্লাহ্ (ﷺ) ফয়সালা করিয়াছেন, যদি কোন ব্যক্তি মরিয়া যায় বা নিঃস্ব সাব্যস্ত হয়, তাহার নিকট যে ব্যক্তি স্বীয় কোন বস্তু হুবহু রক্ষিত পায়, সে-ই উহার অগ্রাধিকারী হইবে। —শাফেয়ী ও ইবনে মাজাহ্
كتاب البيوع
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي خَلْدَةَ الزُّرَقِيِّ قَالَ: جِئْنَا أَبَا هُرَيْرَةَ فِي صَاحِبٍ لَنَا قَدْ أَفْلَسَ فَقَالَ: هَذَا الَّذِي قَضَى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ مَاتَ أَوْ أَفْلَسَ فَصَاحِبُ الْمَتَاعِ أَحَقُّ بِمَتَاعِهِ إِذَا وَجَدَهُ بِعَيْنِه» . رَوَاهُ الشَّافِعِي وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
এস্থানে ‘স্বীয় কোন বস্তু' বলিতে উদ্দেশ্য—আমানত তথা গচ্ছিতরূপে জমা রাখা বস্তু বা যেসব ক্ষেত্রে শরীঅত কোন বস্তু সম্পর্কে আমানতের হুকুম সাব্যস্ত করিয়া থাকে। যথা—আরিয়াত বা সাময়িক কার্য উদ্ধারের জন্য চাহিয়া লওয়া বস্তু এবং কোন প্রকার স্বত্ব ব্যতিরেকে জবরদস্তিমূলক হস্তগত করা বস্তু।