মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৯১১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৯. প্রথম অনুচ্ছেদ - দেউলিয়া (দারিদ্র্য) হওয়া এবং ঋণীকে অবকাশ দান
২৯১১। হযরত আবু কাতাদা (রাঃ) বলেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্। বলুন ত—যদি আমি আল্লাহর পথে শহীদ হই দৃঢ় পদ থাকিয়া, সওয়াব লাভের উদ্দেশ্য করিয়া, সম্মুখপানে অগ্রগামী থাকিয়া — পশ্চাদপদ না হইয়া, তবে আল্লাহ্ আমার সমস্ত - গোনাহ্ মাফ করিয়া দিবেন কি? রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হ্যাঁ। অতঃপর ঐ ব্যক্তি চলিয়া যাইতে লাগিলে পিছন হইতে রাসূলুল্লাহ্ (ছাঃ) তাহাকে ডাকিয়া বলিলেন, কিন্তু ঋণ মাফ হইবে না। জিবরাঈল (আঃ) আসিয়া এই কথাই বলিয়া গেলেন। -মুসলিম
كتاب البيوع
وَعَن أبي قَتَادَة قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ قُتِلْتُ فِي سَبِيلِ اللَّهِ صَابِرًا مُحْتَسِبًا مُقبلا غير مُدبر يكفر اللَّهُ عَنِّي خَطَايَايَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» . فَلَمَّا أَدْبَرَ نَادَاهُ فَقَالَ: «نَعَمْ إِلَّا الدَّيْنَ كَذَلِكَ قَالَ جِبْرِيلُ» . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান