মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৯৭
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯৭। হযরত মুআয (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, গুদামজাতকারী ব্যক্তি কতই না ঘৃণিত! আল্লাহ্ তাআলা দ্রব্যমূল্য কমাইয়া দিলে সে চিন্তিত হয়। আর দ্রব্যমূল্য বেশী করিয়া দিলে সে আনন্দিত হয়। —বায়হাকী শোআবুল ঈমানে ও রযীন
كتاب البيوع
وَعَنْ مُعَاذٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: بِئْسَ الْعَبْدُ الْمُحْتَكِرُ: إِنْ أَرْخَصَ اللَّهُ الْأَسْعَارَ حَزِنَ وَإِنْ أَغْلَاهَا فَرِحَ . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَرَزِينٌ فِي كِتَابِهِ