মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮৯২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - খাদ্যদ্রব্য গুদামজাত করা
২৮৯২। হযরত মা'মার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি (জনগণের জীবিকা সঙ্কীর্ণ করিয়া) খাদ্যদ্রব্য গুদামজাত করে, সে বড় মুসলিম অপরাধী—সে গোনাগার সাব্যস্ত হইবে।
كتاب البيوع
بَابُ الْاِحْتِكَارِ: الْفَصْل الأول
عَن معمر قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ» . رَوَاهُ مُسْلِمٌ
وَسَنَذْكُرُ حَدِيثَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ «كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ» فِي بَابِ الْفَيْءِ إِنْ شَاءَ الله تَعَالَى
وَسَنَذْكُرُ حَدِيثَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ «كَانَتْ أَمْوَالُ بَنِي النَّضِيرِ» فِي بَابِ الْفَيْءِ إِنْ شَاءَ الله تَعَالَى
হাদীসের ব্যাখ্যা:
খাদ্যদ্রব্য গুদামজাত করা
খাদ্যদ্রব্য ক্রয় করিয়া অতিরিক্ত মূল্য বৃদ্ধির কৌশলরূপে উহা গুদামজাত করিয়া রাখা জায়েয নহে। ইমাম মালেক (রঃ) বলিয়াছেন, ঐরূপ গুদামজাত করা শুধু খাদ্যদ্রব্য সম্পর্কেই নিষিদ্ধ নহে, বরং জনসাধারণের প্রয়োজনীয় প্রত্যেক বস্তু সম্পর্কেই প্রযোজ্য।
খাদ্যদ্রব্য ক্রয় করিয়া অতিরিক্ত মূল্য বৃদ্ধির কৌশলরূপে উহা গুদামজাত করিয়া রাখা জায়েয নহে। ইমাম মালেক (রঃ) বলিয়াছেন, ঐরূপ গুদামজাত করা শুধু খাদ্যদ্রব্য সম্পর্কেই নিষিদ্ধ নহে, বরং জনসাধারণের প্রয়োজনীয় প্রত্যেক বস্তু সম্পর্কেই প্রযোজ্য।