মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৮১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ের শর্তসমূহ
২৮৮১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি মুসলমান ভ্রাতার (অনুরোধ রক্ষার্থে তাহার) ক্রয় বা বিক্রয়কে ভঙ্গ করিবে, কিয়ামত দিবসে আল্লাহ্ তা'আলা তাহার গোনাহ্ মাফ করিবেন। —আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَقَالَ مُسْلِمًا أقاله اللَّهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

وَفِي «شَرْحِ السُّنَّةِ» بِلَفْظِ «الْمَصَابِيحِ» عَن شُرَيْح الشَّامي مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান