মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৫৭
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৫৭। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন—উষ্ট্র দ্বারা পাল দিয়া উহার মজুরি গ্রহণ করা হইতে এবং জমি ও উহার সেচ ব্যবস্থা কোন ব্যক্তিকে চাষ করিতে দিয়া উহার বিনিময় গ্রহণ করা হইতে। —মুসলিম
وَعَنْ جَابِرٍ: قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ ضِرَابِ الْجَمَلِ وَعَنْ بَيْعِ الْمَاءِ وَالْأَرْضِ لِتُحْرَثَ. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

বর্গাপ্রথা সাহাবীগণের যুগ হইতেই জায়েযরূপে প্রচলিত রহিয়াছে। সমস্ত ইমাম গণের মাযহাবে, এমন কি হানাফী মাযহাব মতেও উহা জায়েয। উল্লিখিত হাদীসের নিষেধাজ্ঞা সৌজন্যমূলক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৫৭ | মুসলিম বাংলা