মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮৪৬
৫. প্রথম অনুচ্ছেদ - নিষিদ্ধ বস্তু ক্রয়-বিক্রয়
২৮৪৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাহা নিষেধ করিয়াছেন তাহা হইল, খাদ্যদ্রব্য ক্রয় করিয়া উহা হস্তগত করার পূর্বে বিক্রি করা। ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি ইহাই ধারণা করি যে, প্রত্যেক বস্তুই এইরূপ। -মোত্তা
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: أَمَّا الَّذِي نَهَى عَنْهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهُوَ الطَّعَامُ أَنْ يُبَاعَ حَتَّى يُقْبَضَ. قَالَ ابْنُ عَبَّاسٍ: وَلَا أَحْسِبُ كُلَّ شَيْءٍ إِلاَّ مثلَه

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, খাদ্যদ্রব্য ছাড়া অন্য সব বস্তুর মধ্যেও শরীআতের বিধান ইহাই যে, ক্রয় করার পর উহা হস্তগত করার পূর্বে বিক্রি করিতে পারিবে না; যদিও হাদীসে শুধু খাদ্যদ্রব্যের কথা উল্লেখ হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮৪৬ | মুসলিম বাংলা