মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
হাদীস নং: ২৮২৭
৪. তৃতীয় অনুচ্ছেদ - সুদ
২৮২৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ সুদের দ্বারা সম্পদ বেশী হইলেও পরিণামে অভাব আসিবে। —উক্ত হাদীস দুইটি রেওয়ায়ত করিয়াছেন ইবনে মাজাহ্ এবং বায়হাকী শোআবুল ঈমানে, আর ইমাম আহমদ রেওয়ায়ত করিয়াছেন শেষের হাদীসটি।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِ الرِّبَا وَإِنْ كَثُرَ فإِنَّ عاقبتَه تصيرُ إِلى قُلِّ: رَوَاهُمَا ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ. وَرَوَى أَحْمد الْأَخير
