আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪০৭৪
২১৮৭. উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ)-এর আঘাতপ্রাপ্ত হওয়ার বর্ণনা
৩৭৭৫। মাখলাদ ইবনে মালিক (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তিকে নবী কারীম (ﷺ) আল্লাহর পথে হত্যা করেছে, তার জন্য আল্লাহর গযব ভীষণতর। আর যে সম্প্রদায় আল্লাহর নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে দিয়েছে তাদের প্রতি আল্লাহর ভয়াবহ গযব।
