মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৮০৩
৩. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয়ে পছন্দের স্বাধীনতা (অবকাশ থাকা)
২৮০৩। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, এক ব্যক্তি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করিল, আমি ক্রয়-বিক্রয় করিলে ঠকিয়া যাই; (অথচ ক্রয়-বিক্রয় হইতে আমি নিজকে বারণ করিতে পারি না।) নবী করীম (ছাঃ) তাহাকে বলিলেন, ক্রয়-বিক্রয়কালে তুমি বলিয়া দিবে, ধোঁকা দিবেন না ( — আমার অবকাশ থাকিল ক্রয় বা বিক্রয় প্রত্যাখ্যান করার)। সেমতে ঐ ব্যক্তি ক্রয় বা বিক্রয় করিতে হইলে ঐরূপ বলিয়া দিত। (উহাতে তাহার ৩ নম্বরের অবকাশ লাভ হইত।) — মোত্তাঃ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي أُخْدَعُ فِي الْبُيُوعِ فَقَالَ: إِذَا بَايَعْتَ فَقُلْ: لَا خلابة فَكَانَ الرجل يَقُوله
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৮০৩ | মুসলিম বাংলা