মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৯২
২. প্রথম অনুচ্ছেদ - ক্রয়-বিক্রয় ও লেনদেনে সহনশীলতা
২৭৯২। মুসলিমের এক বর্ণনায় সাহাবী ওকবা ইবনে আমের (রাঃ) এবং আবু মাসউদ আনসারী (রাঃ) হইতে উক্ত বিবরণ বর্ণিত আছে। উহাতে উল্লেখ আছে—ঐ ব্যক্তির উক্তির উপর আল্লাহ্ তা'আলা বলিলেন, সহানুভূতি প্রদর্শনে আমি তোমা অপেক্ষা অধিক অগ্রণী। (এই বলিয়া আল্লাহ্ তা'আলা ফিরিশতাগণকে আদেশ করিলেন) আমার এই বান্দার প্রতি তোমরা ক্ষমা ও সহানুভূতি প্রকাশ কর।
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ نَحْوَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ «فَقَالَ اللَّهُ أَنَا أَحَق بذا مِنْك تجاوزوا عَن عَبدِي»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৯২ | মুসলিম বাংলা