মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৮০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৮০। হযরত আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা গায়িকা ক্রয়-বিক্রয় করিও না; উহার মূল্য হারাম। তাহাদেরকে গান শিক্ষাও দিও না। এই শ্রেণীর কার্য যাহারা করে তাহাদের সম্পর্কেই পবিত্র কোরআনের এই আয়াত নাযিল হইয়াছে— وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لهْوَ الحَديثِ “এক শ্রেণীর লোক আছে যাহারা রং-তামাশার গাথা (তথা গান) ক্রয় করে (তাহাদের জন্য লাঞ্ছনাময় আযাব রহিয়াছে)।" —আহমদ, তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَبِيعُوا الْقَيْنَاتِ وَلَا تَشْتَرُوهُنَّ وَلَا تُعَلِّمُوهُنَّ وَثَمَنُهُنَّ حَرَامٌ وَفِي مِثْلِ هَذَا نَزَلَتْ: (وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لهْوَ الحَديثِ)

رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَعلي بن يزِيد الرواي يُضَعَّفُ فِي الْحَدِيثِ

وَسَنَذْكُرُ حَدِيثَ جَابِرٍ: نُهِيَ عَن أكل أهر فِي بَابِ مَا يَحِلُّ أَكْلُهُ إِنْ شَاءَ الله تَعَالَى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৮০ | মুসলিম বাংলা