মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৭৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৭৮। হযরত মোহায়্যেসা (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট রক্তমোক্ষণ কার্যের পারিশ্রমিক ভোগ করার অনুমতি চাহিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে নিষেধ করিলেন; তিনি বার বার অনুমতি চাহিতে লাগিলেন। অবশেষে রাসূল (ﷺ) বলিলেন, ঐ আয় তোমার পানি বহনের উট এবং তোমার গোলামের খাদ্যের জন্য ব্যয় কর। —মালেক, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَن محيصة أَنَّهُ اسْتَأْذَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُجْرَةِ الْحَجَّامِ فَنَهَاهُ فَلَمْ يَزَلْ يَسْتَأْذِنُهُ حَتَّى قَالَ: «اعْلِفْهُ نَاضِحَكَ وَأَطْعِمْهُ رَقِيقَكَ» . رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৭৮ | মুসলিম বাংলা