মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৭৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৭৬। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মদ্য সংশ্লিষ্টে দশজনের প্রতি লা'নত করিয়াছেন— (১) যে মদ তৈয়ার করে, ২। যে মদ তৈরীর ফরমায়েশ দেয়, ৩। যে মদ পান করে, ৪। যে মদ বহন করে, ৫। যাহার প্রতি মদ বহন করা হয়, ৬। যে মদ পান করায়, ৭। যে মদ বিক্রি করে, ৮। যে উহার মূল্য ভোগ করে, ৯। যে মদ ক্রয় করে, ১০। যাহার জন্য মদ ক্রয় করা হয়। – তিরমিযী ও ইবনে মাজাহ্
وَعَنْ أَنَسٍ قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْخَمْرِ عَشَرَةً: عَاصِرَهَا وَمُعْتَصِرَهَا وَشَارِبَهَا وَحَامِلَهَا وَالْمَحْمُولَةَ إِلَيْهِ وَسَاقِيَهَا وَبَائِعَهَا وَآكِلَ ثَمَنِهَا وَالْمُشْتَرِي لَهَا وَالْمُشْتَرَى لَهُ. رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه
tahqiqতাহকীক:তাহকীক চলমান