মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৬৯
১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬৯। হযরত আনাস (রাঃ) বর্ণনা করিয়াছেন, আবু তায়বা নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমোক্ষণ করিল। রাসূল (ছাঃ) পৌনে চার সের খোরমা তাহাকে দেওয়ার জন্য আদেশ করিলেন—তাহার আরও উপকার করিলেন যে, তাহার মালিকপক্ষকে বলিয়া দিলেন, তাহার উপর ধার্যকৃত রোজগারের পরিমাণ কম করিয়া দিতে । —মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: حَجَمَ أَبُو طَيْبَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأُمِرَ لَهُ بِصَاعٍ مِنْ تَمْرٍ وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خراجه

হাদীসের ব্যাখ্যা:

আবু তায়বা একজন ক্রীতদাস ছিল। তৎকালে ক্রীতদাসদের দ্বারা উপার্জন করানো হইত। আবু তায়বার উপর যে পরিমাণ উপার্জন করা নির্ধারিত ছিল তাহা কম করার সুপারিশ নবী (ﷺ) করিয়াছিলেন, যেন তাহার খাটুনি লাঘব হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান