১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে, তিনি শুনিয়াছেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবিজয়ের বৎসর মক্কায় অবস্থানকালে বলিতেছেন: আল্লাহ্ এবং আল্লাহর রাসূল হারাম করিয়া দিয়াছেন—মদ বিক্রি করা, মৃত জীব বিক্রি করা, শূকর বিক্রি করা এবং কোন প্রকার মূর্তি বিক্রি করা। রাসূল (ছাঃ)-কে জিজ্ঞাসা করা হইল—মৃত জীবের চর্বি নৌকায় লাগানো হয়। বিভিন্ন চর্ম-বস্তুতে লাগানো হয় এবং লোকেরা উহা দ্বারা চেরাগ জ্বালাইয়া থাকে, (অর্থাৎ, মৃতের চর্বি কার্যোপযোগী উপকারী বস্তু উহা বিক্রয় সম্পর্কে আপনার কি সিদ্ধান্ত? রাসূল (ছাঃ) বলিলেন, উহাও বিক্রি করা যাইবে না, উহাও হারাম। তৎসঙ্গে তিনি ইহাও বলিলেন, আল্লাহ্ তা'আলা ইহুদীদেরে ধ্বংস করুন, তাহাদের জন্য যখন (হালাল যবাহ কৃত জীবেরও) চর্বি আল্লাহ্ তা'আলা হারাম করিলেন, তখন তাহারা উহাকে গালাইয়া বিক্রি করিল এবং উহার মূল্য ভোগ করিল। —মোত্তাঃ