মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ২৭৬০
১. প্রথম অনুচ্ছেদ - উপার্জন করা এবং হালাল রুযী অবলম্বনের উপায় সন্ধান করা
২৭৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা পাক-পবিত্র; তিনি একমাত্র পাক-পবিত্র বস্তুকেই কবুল করেন। (এবং সর্বক্ষেত্রে পাক-পবিত্রতার আদেশই তিনি করিয়াছেন। সেই সম্পর্কে) আল্লাহ্ রাসূল গণকে যেই আদেশ করিয়াছেন, মু'মিনগণকেও সেই আদেশই করিয়াছেন। যথা—রাসূলগণকে লক্ষ্য করিয়া বলিয়াছেন : يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ واعْمَلوا صَالحا “হে রাসূলগণ! আপনারা পাক-পবিত্র হালাল খাদ্য খাইবেন এবং নেক আমল করিতে থাকিবেন।”

মু'মিনগণকে লক্ষ্য করিয়াও তদ্রূপই বলিয়াছেন : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ

“হে মু'মিনগণ। আমার দেওয়া পাক-পবিত্র হালাল রিযিক হইতে খাও।" অতঃপর রাসুলুল্লাহ্ (ছাঃ) উল্লেখ করিলেন— এক ব্যক্তি দূর-দূরান্তের সফর করিতেছে, ( মুসাফিরের দোআ সাধারণত বেশী কবুল হয় এবং তাহার মাথার চুল এলোমেলো, শরীরে ধুলা-বালু। (অর্থাৎ, করুণ অবস্থা—যাহার দো'আ সহজে কবুল হয়।) এমতাবস্থায় ঐ ব্যক্তি উভয় হস্ত আসমানের দিকে উঠাইয়া কাতর স্বরে হে প্রভু। হে প্রভু !! বলিয়া ডাকিতেছে। কিন্তু তাহার খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম। (অর্থাৎ, সবই হারাম উপায়ে উপার্জিত) এবং সেই হারামই সে খাইয়া থাকে। এই ব্যক্তির দোআ কিরূপে গৃহীত হইতে পারে। মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَأَنَّ اللَّهَ أَمَرَ المؤْمنينَ بِمَا أمرَ بِهِ المرسَلينَ فَقَالَ: (يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ واعْمَلوا صَالحا)

وَقَالَ: (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ)

ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ: يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِّيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ؟ . رَوَاهُ مُسْلِمٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান