মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৫২
- হজ্জ্বের অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৫২। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ বাজালী (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ আল্লাহ্ তা'আলা আমার প্রতি ওহী করিয়াছিলেন, এই তিনটির মধ্যে যেটিতেই আপনি অবতরণ করিবেন সেটিই হইবে আপনার হিজরতস্থল—মদীনা, বাহরাইন ও কিন্নসরীন। – তিরমিযী
كتاب المناسك
وَعَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ اللَّهَ أَوْحَى إِلَيَّ: أَيَّ هَؤُلَاءِ الثَّلَاثَةِ نَزَلْتَ فَهِيَ دَارُ هِجْرَتِكَ الْمَدِينَةِ أَوِ الْبَحْرَيْنِ أَوْ قِنَّسْرِينَ . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ হুযুরকে প্রথমে এই এখতিয়ার দেওয়া হইয়াছিল, কিন্তু পরে মদীনাকেই নির্দিষ্ট করিয়া দেওয়া হয়। কেননা, ইহা অপেক্ষা অধিক সহীহ হাদীসে আছে, মক্কায় থাকিতে হুযুরকে মদীনাই স্বপ্নে দেখান হইয়াছিল।