মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৭৪৫
- হজ্জ্বের অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪৫। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা ওহুদ পাহাড় নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিগোচর হইল। তিনি বলিলেনঃ এই পাহাড় আমাদিগকে ভালবাসে আর আমরাও উহাকে ভালবাসি। আল্লাহ্! ইবরাহীম (আঃ) মক্কাকে সম্মান দান করিয়াছেন, আর আমি মদীনার দুই প্রান্তের মধ্যস্থলকে সম্মান দান করিলাম। —মোত্তাঃ
كتاب المناسك
وَعَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ طَلَعَ لَهُ أُحُدٌ فَقَالَ: «هَذَا جَبَلٌ يُحِبُّنَا وَنُحِبُّهُ اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ مَكَّةَ وَإِنِّي أحرم مَا بَين لابتيها»