মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৪২
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৪২। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এমন কোন শহর নাই যাহাতে দজ্জালের পা পড়িবে না মক্কা আর মদীনা ব্যতীত । মক্কা ও মদীনার এমন কোন দরজা নাই যাহাতে ফিরিশতাগণ সারিবদ্ধ হইয়া পাহারা দিতেছেন না। সুতরাং দজ্জাল সিবখায় পৌঁছিবে। তখন মদীনা তিনবার ভূমিকম্পের দ্বারা উহার অধিবাসীদিগকে নাড়া দিবে আর সকল কাফের ও মোনাফেক (মদীনা ছাড়িয়া) দজ্জালের দিকে রওয়ানা হইবে। -মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنْ بلدٍ إِلا سَيَطَؤهُ الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ لَيْسَ نَقْبٌ مِنْ أَنِقَابِهَا إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ يَحْرُسُونَهَا فَيَنْزِلُ السَّبِخَةَ فَتَرْجُفُ الْمَدِينَةُ بِأَهْلِهَا ثَلَاثَ رَجَفَاتٍ فَيَخْرُجُ إِلَيْهِ كُلُّ كَافِرٍ وَمُنَافِقٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭৪২ | মুসলিম বাংলা