মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭৩৯
১৫. প্রথম অনুচ্ছেদ - মদীনার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭৩৯। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) হইতে বর্ণিত আছে যে, এক বেদুইন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 'বায়আত করিল। অতঃপর বেদুইনকে মদীনায় জ্বরে ধরিল। সে নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিয়া বলিল, মুহাম্মাদ। আমার বায়আত বাতিল করিয়া দাও। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা অস্বীকার করিলেন। আবার সে আসিয়া বলিল, (মুহাম্মাদ) আমার বায়আত বাতিল করিয়া দাও। এবারও তিনি তাহা অস্বীকার করিলেন। সে পুনরায় আসিয়া বলিল, আমার বায়আত বাতিল করিয়া দাও। এবারও তিনি তাহা অস্বীকার করিলেন। অতঃপর বেদুইন মদীনা ছাড়িয়া চলিয়া গেল। তখন রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন : মদীনা হইতেছে হাপরের ন্যায়, যে দূর করিয়া দেয় উহার খাদকে এবং বিশুদ্ধ করে উহার উত্তমটাকে। — মোত্তাঃ
وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: أَنَّ أَعْرَابِيًّا بَايَعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَصَابَ الْأَعْرَابِيَّ وَعَكٌ بِالْمَدِينَةِ فَأَتَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا مُحَمَّدُ أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى ثُمَّ جَاءَهُ فَقَالَ: أَقِلْنِي بَيْعَتِي فَأَبَى فَخَرَجَ الْأَعْرَابِيُّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الْمَدِينَةُ كَالْكِيرِ تَنْفِي خبثها وتنصع طيبها»

হাদীসের ব্যাখ্যা:

‘হুযূর (ﷺ) তাহা অস্বীকার করিলেন', – ইহাতে বুঝা গেল যে, ইসলামের অথবা হিজরতের ‘বায়আত’ বাতিল করা জায়েয নহে। বেদুইনের এই বায়আত মদীনায় বসবাসের অর্থাৎ, হিজরতের ছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান