মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭১৮
১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭১৮। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন যখন মক্কায় প্রবেশ করেন, তখন তাহার মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ। যখন তিনি উহা খুলিলেন এক ব্যক্তি আসিয়া বলিল, ইবনে খতল গেলাফে কা'বার আশ্রয় লইয়া আছে। হুযূর বলিলেন তাহাকে হত্যা কর। —মোত্তাঃ
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ يَوْمَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ فَلَمَّا نَزَعَهُ جَاءَ رَجُلٌ وَقَالَ: إِنَّ ابْنَ خَطَلٍ مُتَعَلِّقٌ بِأَسْتَارِ الْكَعْبَةِ. فَقَالَ: «اقتله»

হাদীসের ব্যাখ্যা:

(১) ‘তাহার মাথায় ছিল লৌহ শিরস্ত্রাণ'—ইহা হইতে ইমাম শাফেয়ী মনে করেন যে, মক্কা প্রবেশের জন্য হুযূর (ﷺ) এহরাম বাঁধিয়া ছিলেন না, সুতরাং হজ্জ্ব বা উমরার নিয়ত ছাড়া মক্কা প্রবেশের জন্য এহরাম বাঁধা জরুরী নহে। কিন্তু অপর হাদীস অনুসারে ইমাম আবু হানীফা বলেন, সকল অবস্থায়ই ইহা জরুরী। মক্কা বিজয়কালে হুযূরের জন্য ইহা একটি বিশেষ ব্যবস্থা ছিল, (২) ইবনে খতল একজন কবি। ইসলাম গ্রহণ করিয়া পরে মুরতাদ হইয়া গিয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭১৮ | মুসলিম বাংলা