মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৭০১
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - মুহরিম ব্যক্তির শিকার করা হতে বিরত থাকবে
২৭০১। হযরত আবু হুরায়রা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ ফড়িং সমুদ্রের শিকারের অন্তর্গত।—আবু দাউদ ও তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْجَرَادُ مِنْ صَيْدِ الْبَحْرِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, সমুদ্রের জীব শিকার যেরূপ মুহরিমের জন্য জায়েয, সেরূপ ফড়িং শিকারও তাহার জন্য জায়েয। ইহার অর্থ এই নহে যে, ইহা সামুদ্রিক জীব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৭০১ | মুসলিম বাংলা