মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৯৫
১১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৯৫। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিবি মায়মুনাকে বিবাহ করিয়াছেন হালাল অবস্থায় এবং তাহার সাথে মধুরাত্রিও যাপন করিয়াছিলেন হালাল অবস্থায়; আর আমিই ছিলাম তাহাদের মধ্যে দূত। – আহমদ ও তিরমিযী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান।
وَعَن أبي رافعٍ
قَالَ: تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَيْمُونَةَ وَهُوَ حَلَالٌ وَبَنَى بِهَا وَهُوَ حَلَالٌ وَكُنْتُ أَنَا الرَّسُولَ بَيْنَهُمَا. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ
قَالَ: تَزَوَّجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَيْمُونَةَ وَهُوَ حَلَالٌ وَبَنَى بِهَا وَهُوَ حَلَالٌ وَكُنْتُ أَنَا الرَّسُولَ بَيْنَهُمَا. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ
হাদীসের ব্যাখ্যা:
হুযুর (ﷺ) যে বিবি মায়মুনাকে এহরাম অবস্থায় বিবাহ করিয়াছিলেন তাহা বুখারী ও মুসলিমের হাদীসে রহিয়াছে, যাহার সহিত এ হাদীসটি তুলিত হইতে পারে না।
