আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪০৬০
২১৮০. আল্লাহ তাআলার বাণীঃ যখন তোমাদের মধ্যে দু’দলের সাহস হারাবার উপক্রম হয়েছিল এবং আল্লাহ উভয়ের সহায়ক ছিলেন। আল্লাহর প্রতিই যেন মুমিনগণ নির্ভর করে। (৩ঃ ১২২)
৩৭৬৪। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আবু উসমান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে দিনগুলোতে নবী কারীম (ﷺ) যুদ্ধ করেছেন তার কোনো এক সময়ে তালহা এবং সা‘দ (রাযিঃ) ব্যতীত (অন্য কেউ) নবী কারীম (ﷺ)- এর সঙ্গে ছিলেন না। হাদীসটি আবু উসমান (রাযিঃ) তাদের উভয়ের নিকট থেকে শুনে বর্ণনা করেছেন।


বর্ণনাকারী: