মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৭৯
পরিচ্ছেদঃ ১১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম অবস্থায় যা থেকে বেঁচে থাকতে হবে
২৬৭৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাষণ দিতে শুনিয়াছি। তিনি বলিয়াছেন মুহরিম যখন জুতা না পায় মোজা পরিতে পারে এবং যখন সিলাইবিহীন লুঙ্গী না পায় পায়জামা পরিতে পারে। — মোত্তাঃ
হাদীসের ব্যাখ্যাঃ
প্রথম হাদীসে মোজা কাটিয়া পরার কথা রহিয়াছে। অতএব, এ হাদীসেও কাটিয়া পরার কথাই ধরিতে হইবে। কাটিয়া না পরিলে 'দম' দিতে হইবে—ইহাই এ হাদীসের ব্যাখ্যা সম্পর্কে ইমাম আ'যমের অভিমত।

তাহকীক:
তাহকীক চলমান