মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৬৬৮
১০. প্রথম অনুচ্ছেদ - কুরবানীর দিনের ভাষণ, আইয়্যামে তাশরীক্বে পাথর মারা ও বিদায়ী তাওয়াফ করা
২৬৬৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, লোক চারিদিক হইতে দেশের দিকে ফিরিত। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: তোমাদের মধ্যে কেহই যেন দেশের দিকে না ফিরে, যাবৎ না তাহার শেষ মোলাকাত হয় বায়তুল্লাহ্ শরীফের সাথে। তবে ঋতুগ্রস্তাদের জন্য ইহা বাদ দেওয়া হইল। -মোত্তাঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ النَّاسُ يَنْصَرِفُونَ فِي كُلِّ وَجْهٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَنْفِرَنَّ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ آخِرُ عَهْدِهِ بِالْبَيْتِ إِلَّا أَنَّهُ خُفِّفَ عَنِ الْحَائِضِ»

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল যে, শেষ তওয়াফ ওয়াজিব।
tahqiqতাহকীক:তাহকীক চলমান