মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৬৫৮
৯. তৃতীয় অনুচ্ছেদ - হজের কার্যাবলীতে আগ-পিছ করা বৈধতা প্রসঙ্গে
২৬৫৮। হযরত উসামা ইবনে শরীক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে হজ্জে বাহির হইলাম। দেখিলাম — লোক তাহার নিকট আসিয়া কেহ বলিতেছে, ইয়া রাসূলাল্লাহ্! আমি সায়ী করিয়াছি তওয়াফ করার আগে অথবা বলিতেছে, আমি অমুক কাজ পিছে করিয়াছি বা অমুক কাজ আগে করিয়াছি আর তিনি বলিতেছেন, ইহাতে গোনাহ হইবে না; কিন্তু যে ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানের সম্মানহানি করিয়াছে সে বড় গোনাহের কাজ করিয়াছে এবং ধ্বংসের পথে অগ্রসর হইয়াছে। —আবু দাউদ
الْفَصْل الثَّالِث
عَن أُسامةَ بنِ شرِيكٍ قَالَ: خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجًّا فَكَانَ النَّاسُ يَأْتُونَهُ فَمِنْ قَائِلٍ: يَا رَسُولَ اللَّهِ سَعَيْتُ قَبْلَ أَنْ أَطُوفَ أَوْ أَخَّرْتُ شَيْئًا أَوْ قَدَّمْتُ شَيْئًا فَكَانَ يَقُولُ: «لَا حَرَجَ إِلَّا عَلَى رَجُلٍ اقْتَرَضَ عِرْضَ مُسْلِمٍ وَهُوَ ظَالِمٌ فَذَلِكَ الَّذِي حَرِجَ وهَلِك» . رَوَاهُ أَبُو دَاوُد
