মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৬৭
৩. প্রথম অনুচ্ছেদ - মক্কায় প্রবেশ করা ও তাওয়াফ প্রসঙ্গে
২৫৬৭। (তাবেয়ী) যুবায়র ইবনে আরাবী (বসরী) বলেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমরকে হাজারে আসওয়াদের চুমা সম্বন্ধে জিজ্ঞাসা করিল। উত্তরে তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহা স্পর্শ করিতে ও চুমা দিতে দেখিয়াছি। (ইহা কেন বা কি তাহা কিছু জানি না।) বুখারী
وَعَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ قَالَ: سَأَلَ رَجُلٌ ابنَ عمرَ عَنِ اسْتِلَامِ الْحَجَرِ فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইহা খুব কমই দেখা যায় যে, সাহাবীগণ হুযূরকে কোন কাজের হেতু বা উহা করা কি তাহা জিজ্ঞাসা করিয়াছেন। ইহা তাঁহাকে আল্লাহর ওহীপ্রাপ্ত রাসূল ও প্রজ্ঞাবান ব্যক্তি বলিয়া বিশ্বাস করারই পরিচায়ক। এইরূপ লোকদেরেই আল্লাহ্ তা'আলা তাঁহার নবীর সাহচর্যের জন্য মনোনীত করিয়াছিলেন।
