মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫৫১
১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যুলহুলায়ফায় দুই রাকাত নামায পড়িলেন। অতঃপর যখন মসজিদে যুলহুলায়ফার নিকট তাঁহার উটনী তাঁহাকে লইয়া সোজা হইয়া দাড়াইল, তিনি এই সকল শব্দ দ্বারা তালবিয়া পড়িলেন, “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা ওয়া সা’দাইক; ওয়ালখায়রু ফি ইয়াদাইকা লাব্বাইক; ওয়াররাগবাউ ইলাইকা ওয়ালআমালু” – অর্থাৎ, 'প্রভু হে! আমি খেদমতে হাযির আছি, আমি খেদমতে হাযির আছি; আমি হাযির আছি এবং তোমার খেদমতের সৌভাগ্য লাভ করিতেছি। সমস্ত কল্যাণ তোমার হাতে – আমি হাযির আছি; সমস্ত রগবত্ ও আকাঙ্ক্ষা তোমার দিকে এবং সকল আমল তোমার হুকুমে।'—বুখারী ও মুসলিম; কিন্তু পাঠ মুসলিমের।
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَرْكَعُ بِذِي الْحُلَيْفَةِ رَكْعَتَيْنِ ثُمَّ إِذَا اسْتَوَتْ بِهِ النَّاقَةُ قَائِمَةً عِنْدَ مَسْجِدِ ذِي الْحُلَيْفَةِ أَهَلَّ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ وَيَقُولُ: «لَبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ لَبَّيْكَ وَالرَّغْبَاءُ إِلَيْكَ وَالْعَمَل» . مُتَّفق عَلَيْهِ وَلَفظه لمُسلم
হাদীসের ব্যাখ্যা:
এহরাম বাঁধার জন্য এইরূপ দুই রাকআত নামায পড়া সুন্নত। কোন ফরয নামাযের পর এহরাম বাঁধিলে ফরযই যথেষ্ট। পূর্বেই বলা হইয়াছে, হুযূর প্রথমে তালবিয়া নামাযের পরই বলিয়াছিলেন; পরে আবার তাহা দোহরাইয়াছেন, যখন উটনী দাড়াইয়াছিল।
