মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫৩৮
তৃতীয় অনুচ্ছেদ
২৫৩৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তুমি কোন হাজীর সাক্ষাৎ পাইবে তাহাকে সালাম করিবে, মুসাফাহা করিবে ও তাহাকে অনুরোধ করিবে যেন তোমার জন্য আল্লাহ্র নিকট মাফ চাহেন — তাহার ঘরে প্রবেশের পূর্বে। কেননা, হাজী হইল গোনাহ্ মাফ করা পাক ব্যক্তি। —আহমদ
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান