মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫২৯
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫২৯। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) শুনিলেন, এক ব্যক্তি বলিতেছে, আমি শুবরোমার পক্ষ হইতে হজ্জের নিয়ত করিতেছি। হুযূর বলিলেনঃ শুবরোমা কে? সে বলিল, আমার এক ভাই অথবা বলিল, আমার এক আত্মীয়। তখন হুযূর জিজ্ঞাসা করিলেন, তুমি নিজের হজ্জ করিয়াছ কি? সে বলিল, জি, না। হুযূর বলিলেন, তবে তুমি প্রথমে নিজের হজ্জ কর, পরে শুবরোমার হজ্জ করিবে। —শাফেয়ী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
مَرْفُوع وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ رَجُلًا يَقُولُ لَبَّيْكَ عَنْ شُبْرُمَةَ قَالَ: «مَنْ شُبْرُمَةُ» قَالَ: أَخٌ لِي أَوْ قَرِيبٌ لِي قَالَ: «أَحَجَجْتَ عَنْ نَفْسِكَ؟» قَالَ: لَا قَالَ: «حُجَّ عَنْ نَفْسِكَ ثُمَّ حُجَّ عَنْ شُبْرُمَةَ» . رَوَاهُ الشَّافِعِيُّ وَأَبُو دَاوُد وابنُ مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে ইমাম শাফেয়ী ও আহমদ (রঃ) বলেন, প্রথমে নিজের হজ্জ না করিয়া কাহারও বদলা হজ্জ করা জায়েয নহে। পক্ষান্তরে ইমাম আ'যম আবু হানীফা (রঃ) বলেন, ইহা জায়েয, তবে উত্তম নহে। তাঁহার মতানুসারে এ হাদীসের নির্দেশ হইল উত্তমতামূলক, আবশ্যকতামূলক নহে। অর্থাৎ, তুমি প্রথমে তোমার হজ্জ আদায় করিবে ইহাই উত্তম। কারণ, খাসআমিয়া স্ত্রীলোকের হাদীসে (৭ নং) দেখা যায়, খাসআমিয়াকে হুযূর পূর্বে আপন হজ্জ করিয়াছে কিনা জিজ্ঞাসা না করিয়াই তাহার পিতার বদলা হজ্জ করিতে অনুমতি দিয়াছিলেন। আর তাহা ছিল বিদায় হজ্জের ঘটনা। অর্থাৎ, সর্বশেষ নির্দেশ। এ ব্যাপারে ইমাম মালেক সাহেবের মতও ইমাম আযমেরই অনুরূপ। ইবনে হুমাম (রঃ) হাদীসটিকে মুজতারেব সাব্যস্ত করিয়াছেন, যদিও বায়হাকী উহাকে সহীহ বলিয়াছেন। (মিরকাত)
tahqiqতাহকীক:তাহকীক চলমান