মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫২৭
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫২৭। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞাসা করিল, হুযুর! হাজী কে? হুযূর বলিলেনঃ যে ব্যক্তির (এহরামের কারণে) এলোমেলো কেশ এবং দুর্গন্ধ শরীর। অতঃপর অপর এক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ হজ্জ উত্তম? তিনি বলিলেন, তালবিয়ার সহিত আওয়ায উচ্চ করা এবং হাদঈর রক্ত প্রবাহিত করা। অতঃপর আরেক ব্যক্তি দাঁড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোরআনে যে বলা হইয়াছে “যে সাবীলের সামর্থ্য রাখে।” সাবীল অর্থ কি? তিনি বলিলেন, পাথেয় ও বাহন। —বাগাবী শরহুস সুন্নায় এবং ইবনে মাজাহ্ তাঁহার সুনানে; কিন্তু তিনি শেষ দিক বর্ণনা করেন নাই।
وَعَنْهُ قَالَ: سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَا الْحَاج؟ فَقَالَ: «الشعث النَّفْل» . فَقَامَ آخَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحَجِّ أَفْضَلُ؟ قَالَ: «الْعَجُّ وَالثَّجُّ» . فَقَامَ آخَرُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا السَّبِيلُ؟ قَالَ: «زَادٌ وَرَاحِلَةٌ» رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ. وَرَوَى ابْنُ مَاجَهْ فِي سُنَنِهِ إِلَّا أَنَّهُ لَمْ يذكر الْفَصْل الْأَخير
