মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১১- হজ্জ্বের অধ্যায়
হাদীস নং: ২৫২২
দ্বিতীয় অনুচ্ছেদ
২৫২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হজ্জ না করিয়া থাকা ইসলামে নাই (অর্থাৎ, হজ্জ না করা ব্যক্তি পূর্ণ মুসলমান নহে)। — আবু দাউদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
لَا صَرُورَةَ فِي الإِسلامِ . رَوَاهُ أَبُو دَاوُد
لَا صَرُورَةَ فِي الإِسلامِ . رَوَاهُ أَبُو دَاوُد
