মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১১- হজ্জ্বের অধ্যায়

হাদীস নং: ২৫১৪
প্রথম অনুচ্ছেদ
২৫১৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, তিনি একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জেহাদে যাওয়ার অনুমতি চাহিলেন। হুযুর বলিলেন: তোমাদের জেহাদ হইল হজ্জ। — মোত্তাঃ
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: اسْتَأْذَنْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجِهَادِ. فَقَالَ: «جهادكن الْحَج»

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে বুঝা গেল যে, স্ত্রীলোকের উপর জেহাদ ফরয নহে। তবে আবশ্যকমতে গাযীদের সেবার জন্য তাহারা জেহাদে যাইতে পারে, যদি নিজের ইজ্জতের নিরাপত্তা থাকে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ২৫১৪ | মুসলিম বাংলা