মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৬৬
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৬। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাঁচটি বিষয় হইতে পানাহ্ চাহিতেন— কাপুরুষতা, কৃপণতা, বয়সের মন্দতা, অন্তরের ফেতনা ও কবরের আযাব হইতে। – আবু দাউদ ও নাসায়ী
وَعَنْ عُمَرَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَعَوَّذُ مِنْ خَمْسٍ: مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَسُوءِ الْعُمُرِ وَفِتْنَةِ الصَّدْرِ وَعَذَابِ القَبرِ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
